নাক দিয়ে হঠাৎ করে রক্ত পড়ছে, এমন অবস্থার সম্মুখীন হয়েছেন অনেকেই। অনেকেই এমন রক্ত পড়া দেখে ভয় পেয়ে যান। নানা কারণেই নাক দিয়ে রক্ত বের হতে পারে।তবে প্রথমে আমাদের জানতে হবে ঠিক কোন কারণ গুলোর জন্য নাক থেকে রক্ত পড়ে।যেহেতু আমাদের নাকের ঝিল্লি আবরণের মধ্যে রক্তনালি থাকে সেহেতু শুষ্ক আবহাওয়ায় সামান্য আঘাত পেলেই রক্তপাত হতে পারে। এর কারণ হলো নাকের ঝিল্লি আবরণ অনেক পাতলা ও অগভীর। তাই সামান্য আঘাতে রক্তপাত হওয়ার আশঙ্কা থাকে।
নাক থেকে রক্ত পড়ার কারণ-
- নাকের ভেতর কোনোভাবে আঘাত পেলে রক্তপাত হতে পারে।
- নাকের বিভিন্ন টিউমারের কারণে হতে পারে।
- অপারেশনজনিত কোনো কারণ থেকে হতে পারে।
- নাকের সর্দি বা সাইনোসাইটিসের কারণে হতে পারে।
- নাকের বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণেও হতে পারে।
- নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা হওয়ার কারণে হতে পারে।
- নাকের মাঝখানের পর্দা ছিদ্র হলে রক্তপাত হতে পারে।
তাছাড়া আরও কয়েকটি কারণে নাক দিয়ে রক্ত বের হতে পারে। সেগুলো হলো—
- কোনো ওষুধ সেবনের জন্য।
- উচ্চ রক্তচাপের জন্য।
- নাকের রক্তনালির কিছু জন্মগত ত্রুটির জন্য।
- মাসিকের সময় অথবা গর্ভাবস্থার সময়।
- জন্ডিস বা লিভার প্রদাহ এবং লিভার সিরোসিসের জন্য।
নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন?
আঙুল দিয়ে নাকের দুটি ছিদ্র বন্ধ করে রাখুন। এ সময়টাতে মুখ দিয়ে শ্বাস নিন। কিছু সময় এভাবে থাকার পরও যদি দেখেন রক্ত পড়া কমছে না, তাহলে আঙুল ছাড়বেন না; আরও বেশি সময় চাপ দিয়ে ধরে রাখুন। যদি পারেন তাহলে কপালে ও নাকের চারপাশে বরফ দিতে পারেন, তাহলে রক্ত পড়া দ্রুত বন্ধ হবে।যদি এভাবেও কাজ না হয় এবং দীর্ঘ সময় ধরে রক্ত পড়তে থাকে, তাহলে বিলম্ব না করে নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে চলে যান।
নাকের রক্ত পড়া প্রতিরোধে যা করবেন—
– অনেকেরই খুঁটে খুঁটে নাক দিয়ে ময়লা বের করার অভ্যাস আছে। তবে নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করতে কোনোভাবেই নাক খুঁটা যাবে না। যদি এটা করেন, তাহলে নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে।
– নাকের হাড়ে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান, না হলে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে।
– বয়স্করা নিয়মিত রক্তচাপ মাপুন। যত দিন নিয়ন্ত্রণে থাকে তো ভালো, আর না থাকলে অবশ্যই ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখুন। অনেক ক্ষেত্রে রক্তচাপের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তাই যখনই নাক দিয়ে রক্ত পড়তে শুরু করবে, তখন ব্লাড প্রেশার চেক করবেন।
– যারা হৃদরোগে আক্রান্ত, তাদের ওষুধ খাওয়ার মাধ্যমে অনেক সময় নাকের রক্ত পড়তে পারে। তাদের যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং জানুন, কী কারণে এমনটি হচ্ছে।
– নাকের ভেতরের ময়লা বের করার জন্য অনেকে নাক খোঁচাখুঁচি করেন। এর ফলেও নাক দিয়ে রক্ত পড়ার আশঙ্কা থাকে। তাই খোঁচাখুঁচি না করে দিনে ৩-৪ বার ন্যাসাল ড্রপ ব্যবহার করতে পারেন। Healthxbd