হরমোন হলো এক ধরণের জৈব রাসায়নিক তরল পদার্থ। আমাদের দেহে বিভিন্ন ধরণের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। সেসকল গ্রন্থি থেকে এইসব তরল নিঃসরণ হয়ে থাকে এবং আমাদের শরীরের বিভিন্ন কাজ এইগুলোর মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়ে থাকে।Healthx BD
বর্তমানে মেয়েদের শরীরে বিভিন্ন ধরণের হরমোনাল সমস্যা দেখা দেয় এবং অনেকে এইরকম সমস্যা হলেও বুঝতে পারেন না।এই ধরণের সমস্যা হলে নিত্বদিনের খাদ্যাভাসের দিকে নজর দিতে হবে।খাদ্যাভাসের পরিবর্তন রোগীর ওজন সঠিক রাখতে সাহায্য করবে এবং হরমোনের সমস্যা কিছুটা কমবে। বিভিন্ন ধরণের হরমোন হলো এক ধরণের জৈব রাসায়নিক তরল পদার্থ। আমাদের দেহে বিভিন্ন ধরণের অন্তঃক্ষরা গ্রন্থি হরমোনাল সমস্যাগুলোর ভিতরে উল্লেখযোগ্য হলো-
১)অনিয়মিত পিরিয়ডঃ বর্তমানে কম বয়সী থেকে শুরু করে প্রায় সকল বয়সের মেয়েদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে। মূলত খাদ্যাভাস , জীবনযাত্রা ইত্যাদি কারণে এটি হতে পারে। এই সমস্যার মধ্য দিয়ে গেলে মেয়েদের ৪০ থেকে ৫০ দিন কিংবা কারও কারও ক্ষেত্রে আরও বেশি দিন পর্যন্ত পিরিয়ড থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে অল্প মাত্রায় হতে পারে, কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত ঋতুস্রাব হয়। তবে হরমোনের সমস্যায় ভুগলে মাসের পর মাস ঋতুস্রাব বন্ধ থাকাও অস্বাভাবিক নয়। Healthx BD

২)বন্ধ্যত্বঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে নারীদের বন্ধ্যত্বের সমস্যা বেশি দেখা যায়। আর এ বন্ধ্যত্বের কারণ হলো- ঋতুচক্রের অনেকগুলোতেই ডিম্বানুর অনুপস্থিতি।
৩)পুরুষালি হরমোনঃ এই হরমোনে নারীর শরীরে পুরুষদের মতো লোম দেখা দিতে পারে (হার্সোটিজম), মুখে বা শরীরের অন্যান্য জায়গায় ব্রণ হওয়া ইত্যাদি।

৪)মেটাবলিক সিন্ড্রোমঃ এতে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত নারীর দেহে ইনস্যুলিন রেজিস্ট্রেন্সের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে- ক্রমশ দৈহিক ওজন বৃদ্ধি হওয়া, ক্ষুধা বৃদ্ধি পাওয়া, দুর্বলতা, স্মৃতিশক্তি দুর্বলতা, ঘাড়ের পিছনের অংশে নরম কালো ত্বকের উপস্থিতি, কোলেস্টেরল অস্বাভাবিক থাকা ইত্যাদি। Healthx BD
আরও জানুন-
–মেনোপজ নারীর শরীরে যেধরণের প্রভাব ফেলে