তীব্র গরমে ঘামাচির পরই ছত্রাকজনিত চর্মরোগের নাম আসে। ঘাম ও ভেজা শরীর থেকেই এই রোগের উৎপত্তি। মূলত শরীরের ঘাম ছত্রাক জন্মানোর জন্য উপযোগী। চর্মরোগ প্রধানত তিনটি- দাদ, ছুলি ও ক্যানডিডিয়াসিস। এ রোগ সাধারণত ত্বকের বাইরের অংশকে আক্রমণ করে। কয়েক ধরণের চর্মরোগ বেশি হয়ে থাকে।যেমন-
দাদ – ত্বকে গোলাকার চাকার মতো দাগ হচ্ছে দাদ। মধ্যখানের চামড়া স্বাভাবিক গোল দাগের পরিধিতে ছোট ছোট গোটা দেখা যায়, চুলকালে সেখান ক্ষত এর মতো হয়ে থাকে। মাথা, হাত-পা ও নখে এটি হতে পারে।
ছুলি – ত্বকে হালকা বাদামি বা সাদা গোলাকৃতির দাগ দেখা যায়। এতে ত্বক সাদা দেখা যায় বলে অনেকেই শ্বেতী ভেবে থাকেন।
ক্যানডিডিয়াসিস -শিশু থেকে বৃদ্ধ , ডায়াবেটিসে আক্রান্ত বা যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড ওষুধ খাচ্ছেন এবং যাদের ত্বকের ভাঁজে পানিতে বা ঘামে ভেজা থাকে তাদের এ রোগটি বেশি হয়। যারা সবসময় পানি ব্যবহার করেন, তাদের আঙুলের ফাঁকে হাতের ভাঁজে, শিশুর জিহ্বায়, মহিলাদের যৌনপথে ও গর্ভবতীরা এতে বেশি আক্রান্ত হন।

চর্মরোগের প্রতিরোধে করণীয়-
-ভিজা কাপড় ব্যবহার করে।
-কিছু ব্যক্তিগত অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান ইত্যাদি পরিহার করা।
-ক্ষতস্থানে চুলকানো থেকে বিরত থাকা।
-প্রতিদিন গোসল করা।
-আক্রান্ত স্থান ঢেকে রাখা।
-ত্বক আর্দ্র রাখা।
– দীর্ঘায়িত সূর্যালোক এক্সপোজার এড়ানো।
-অ্যান্টি-অ্যালার্জি ওষুধ ব্যবহার করা।
-আরামদায়ক এবং সুতির পোশাক পরা।
চর্মরোগের প্রতিরোধে ঘরোয়া কিছু টিপস-
এছাড়াও ঘরোয়া কিছু রেমেডি বা টিপস ব্যবহার করে এই দাদ রোগ এড়ানো সম্ভব।যেমন-

- নিম পাতা জীবাণু ধ্বংস করতে পারে। এক্ষেত্রে যদি নিম পাতা বেটে প্রতিদিন দাদের উপর লাগানো হয় তাহলে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
- কর্পূর দাদ ও ফাঙ্গাল ইনফেকশন দূর করতেই সাহায্য করে। এ ছাড়াও দাদের বিশ্রী দাগ দূর করে কর্পূরের দাগ।
- যেহেতু এটি ফাঙ্গাল ইনফেকশন, তাই সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা রাখে নারকেল তেল। এ ছাড়াও নারকেল তেল ত্বকের চুলকানি বা জ্বালা-পোড়া কমাতেও সাহায্য করে।
- অ্যালোভেরা ব্যবহারের মাধ্যমে এই রোগের নির্মূল করা সম্ভব।
- হলুদ বাটা ক্ষতস্থানে লাগিয়ে রাখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত হলুদ ব্যবহারে দ্রুত ঠিক হয়ে যাবে এই চর্মরোগ।
- এই রোগ সারাতে রসুনও কার্যকরী ভূমিকা রাখে। এজন্য দুই কোয়া রসুন থেঁতো করে ক্ষতস্থানের উপরে নিয়ম করে লাগান।Healthx BD
আরও জানুন-
–কানের ফাঙ্গাসের কারণ, উপসর্গ, চিকিৎসা ও প্রতিকার


2 Comments
Qq88gg is where it’s at, give it a try! If you don’t you are missing out big time! qq88gg
Okvipas, eh? Is it as VIP as it sounds? Gotta see what kinda perks they’re offering! Always looking for the best deals! Check out okvipas