
যেকোনো বয়সের মানুষ কম বেশি কাধে ব্যথার সম্মুখীন হয়ে থাকে । তবে চিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব। বিভিন্ন কারণে কাধে ব্যথা হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আঘাতজনিত কারণ। যেমন,
১) প্রলংইন মোবিলাইজেশন বিশেষ করে প্লাস্টারজনিত কারণে কাধের সমস্যা হয়ে থাকে।
২) স্ট্রোকের রোগীরা, যারা প্যারালাইজ হয়ে যায়, তারা এই সমস্যার সম্মুখীন হতে পারে।
৩)টেন্ডিনাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও কাধে ব্যথার সমস্যা দেখা যায়।
৪)ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে, তারা এই ব্যথা নিয়ে আসে।
৫) যক্ষ্মা রোগীরা এবং ফুসফুসের ক্যানসারের রোগীরা কাঁধে ব্যথা নিয়ে আসে।
৬)কার্ডিয়াক সার্জারির পরে দেখা যায় কাঁধে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। Healthx BD

কাঁধে ব্যথা হওয়ার কারণ-
আসলে সাধারণ মানুষের কাধে ব্যথা হওয়ার কারণ শনাক্ত করা কঠিন।তবে আমাদের দেশে যখন কোন ব্যক্তি কারো সাহায্য ছাড়া হাত নড়াচড়া করতে পারেনা তখন সেটি ফ্রোজেন শোল্ডার হিসাবে ধরা হয়। পেরি আর্থ্রাইটিস, অসটিও আর্থ্রাইটিস, হাড় ভেঙে গেলে কিংবা স্থানচ্যুত হলে ফ্রোজেন শোল্ডার হয়।প্রাথমিকভাবে এটা হলো কাধের নরম কলাগুলোর প্রদাহজনিত সমস্যা। পেশি, টেনডন, লিগামেন্ট- সবকিছুই আক্রান্ত হয়। তীব্র ব্যথা হয়। রাতে ব্যথা বাড়ে। নড়াচড়ায়ও ব্যথা বাড়ে। কাঁধ নাড়ানো কঠিন হয়ে পড়ে। এ সময় ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। কাঁধের অস্থিসন্ধিতে ইনজেকশন দেওয়া হয়। Healthx BD
কাঁধে ব্যথা হলে করণীয়-
১) প্রথমত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২) তাৎক্ষণিকভাবে কাধের অস্তিসন্ধিকে বিশ্রামে রাখতে হবে।
৩) তীব্র যন্ত্রণার ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিট সময় ধরে প্রতিদিন বরফের প্যাক দিতে হবে।
৪) সতর্কতার সাথে ব্যথানাশক ওষধ সেবন করতে হবে।
৫) ব্যথানাশক মেডিসিন নেউয়ার কিছুদিন পর চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। Healthx BD

2 Comments
Yo, heard about PrimoGaming88? Trying to find a spot to chill and maybe win a few bucks. Definitely checking out primogaming88 to see what the fuss is all about. Hope they got some good slots!
Ez777login looks like a straightforward login page. Simple and easy to use is my motto. I can find it easily here. ez777login