হেলথ গ্যাজেট:
স্বাস্থ্য খাতের প্রযুক্তি এখন খুবই উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে। কিছুদিন আগেও শরীরের নানা সমস্যার চেকআপ অর্থাৎ ব্লাড প্রেসার, পালস, গ্লুকোজ ইত্যাদির টেস্ট করার জন্য চিকিৎসালয় বা নিদেনপক্ষে ওষুধের দোকানে যাওয়ার প্রয়োজন হত। অনেক টেস্ট আবার হাসপাতাল ছাড়া অন্য কোথাও করা যেত না। কিন্তু টেকনোলজি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এখন খুব সহজেই ঘরে বসে এই সকল টেস্ট করা যায়।Healthxbd

ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর –
বেশিরভাগ লোকেরই এখন ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে।Healthxbd এটি এখন খুবই সাধারণ একটি ব্যাপার। কখনও যদি নিজেকে খুব দুর্বল লাগে এবং মাথা ঘোরানো শুরু করে, তাহলে তৎক্ষণাৎ ডিজিটাল ব্লাড প্রেসারের ব্যবহার করে ব্লাড প্রেসার চেক করা প্রয়োজন। এর জন্য এখন আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই ডিজিটাল ব্লাড প্রেসার মনিটরের মাধ্যমে ব্লাড প্রেসার চেক করা সম্ভব। এর দাম ২০০০ টাকা থেকে শুরু। Healthxbd
আরো জানুনঃ
- শীতের ৪ চা, কমবে জমে থাকা কফ||সর্দি-কাশির সমস্যা ঋতু পরিবর্তনের সঙ্গে সাধারণ
- একজন মানুষের সুস্থ থাকার অন্যতম নিয়ামক হলো ঘুম।
- ডিজিটাল স্বাস্থ্য কার্ড: কখনো হারাবে না রোগীর ফাইল ও রিপোর্ট

গ্লুকোমিটার –
এটি ব্যবহার করে ঘরে বসেই সুগার লেভেল চেক করা সম্ভব।Healthxbd যাঁদের হাই লেভেল সুগার রয়েছে তাঁদের জন্য এই মেশিন খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে বসেই নিজেদের সুগার লেভেল চেক করার জন্য এটি কিনে রাখা প্রয়োজন। ২০০০ টাকার মধ্যেই এটি বাজারে পাওয়া যায়।
ডিজিটাল থার্মোমিটার-
বেশিরভাগ ঘরেই থার্মোমিটার রেখে দেওয়া হয়। আগে প্রায় সকলেই ম্যানুয়াল থার্মোমিটারের ব্যবহার করতেন। কিন্তু এখন ডিজিটাল থার্মোমিটারের প্রচলন বেশি। এটি ব্যবহার করে খুব সহজেই নিজেদের শরীরের তাপমাত্রা মাপা সম্ভব।Healthxbd বাজারে ১০০ টাকার মধ্যেই এটি পাওয়া যায়। অনলাইন এবং অফলাইনে ডিজিটাল থার্মোমিটার খুব সহজেই কিনে ফেলা সম্ভব।
আরো জানুনঃ
- ডিজিটাল স্বাস্থ্য কার্ড: কখনো হারাবে না রোগীর ফাইল ও রিপোর্ট
- চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির সুবিধাHealthxbd
- মেডিকেল এ EMRs ও EHRs এর সুবিধা Healthxbd
ইলেকট্রনিক ওয়েট স্কেল–
অনেক সময় দেখা যায় বাজারে কিংবা দোকানে দাঁড়িপাল্লা দিয়ে মাপার সময় অনেকটাই জিনিসপত্র কম দিয়ে থাকে, কিন্তু তা সহজেই ধরা যায় না।Healthxbd সে ক্ষেত্রে আপনাকে ডিজিটাল ওজন মাপার মেশিন একটু সূক্ষ্ম পরিমাণও কম দেওয়ার কোন ঝুঁকি নেই। এই ডিজিটাল ওজন মাপার মেশিন শুধুমাত্র এজন্যই আবিষ্কার করা হয়েছে যে কোন কিছুতে যেন কম বা বেশি না হয়, সেজন্যই সূক্ষ্ম এবং সঠিক মাপ দেওয়ার জন্য ডিজিটাল ওজন মাপার মেশিন ব্যবহার করা হয়।


2 Comments
Heard good things about one888vn, so I had to check it out. Interface is clean, games are alright. Feels legit. Try it for yourself: one888vn!
Alright mates, had a good punt on uk88link. Site’s alright, easy enough to use. Won a few quid, so can’t complain! Give it a go if you fancy a flutter.